জাবি'র ২৯ ব্যাচের রজতজয়ন্তী উৎসব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৯ ব্যাচের শিক্ষার্থীরা রজতজয়ন্তী উৎসব পালন করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৯ ব্যাচের শিক্ষার্থীরা রজতজয়ন্তী উৎসব পালন করেছে।
শুক্রবার ১৪ নভেম্বর সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে র্যালির উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক, সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ মিলেমিশে একটা পারিবারিক বন্ধন ও আবহ তৈরি করেছেন। এই বন্ধনের টানে দূর-দূরান্ত থেকে তাঁরা সকলেই ছুটে আসেন প্রিয় ক্যাম্পাসে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে-বিদেশে যেখানেই যান, সেখানেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন।’
২৯তম ব্যাচ এলামনাই এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের মধ্যে বন্ধুত্বের ধারা চির- অমলিন। এই বন্ধুত্ব হৃদয়ে ধারণ করে আমরা একে অপরের পাশে থাকি। এটাই জাহাঙ্গীরনগরের বৈশিষ্ট্য।’
শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিদের সুদূঢ় বন্ধনের অঙ্গীকারের মধ্যদিয়ে পালিত দিনব্যাপী এ উৎসবে দিনভর খেলা-ধূলা, শিশুদের চিত্রাঙ্কণ সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে জনপ্রিয় ব্যন্ডদল সোলসের পরিবেশনায় মনমুগ্ধকর কনসার্টের মাধ্যমে পালিত হয় জাঁকজমকপূর্ণ রজতজয়ন্তী।

