আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বললেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ

আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বললেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ
তিন দফা দাবিতে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশে বিভিন্ন দলের নেতারা। শাহবাগ, ঢাকা, ৫ সেপ্টেম্বরছবি: দীপু মালাকার

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বললেও আমরা একটি জায়গায় একমত, এক কণ্ঠ—ফ্যাসিবাদের জায়গা আমরা আর বাংলাদেশে হতে দেব না।’

আজ শুক্রবার রাজধানীর শাহবাগে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

তিন দফা দাবিতে এই সংহতি সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। দাবিগুলোর মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ দলটির নেতা–কর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি; জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করা এবং দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।