আইপিএলের প্রথম ম্যাচ ফ্লপ হলে ‘শেষ হয়ে’ যেতেন মোদি

এখনকার আইপিএল মানেই ঝলমলে আয়োজন, কোটি কোটি রুপির বাণিজ্য আর ক্রিকেট–দুনিয়াজুড়ে আলোচনা। কিন্তু আইপিএল ইতিহাসের প্রথম ম্যাচটা যদি ফ্লপ হতো, তাহলে এর কিছুই হতো না বলে মনে করেন তৎকালীন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি।
অর্থে, জৌলুশে আর আয়োজনে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়ে ওঠা আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। প্রথম দিনই আইপিএলকে ক্রিকেটপ্রেমীদের কাছে পৌঁছে দিতে ‘সব নিয়ম ভেঙেছিলেন’ বলে দাবি মোদির।