সাভারে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসীর
ঢাকার সাভারে জলাবদ্ধতা দূর করার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সকাল ৯ টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ করে রাখে ভুক্তভোগী বিক্ষুব্ধ এলাকাবাসী।

ঢাকার সাভারে জলাবদ্ধতা দূর করার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
সকাল ৯ টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ করে রাখে ভুক্তভোগী বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে মহাসড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুরের কয়েল ফ্যাক্টরী এলাকায় ব্যাপক দলাবদ্ধতা দেখা দিয়েছে কয়েক মাস ধরেই, বাড়িঘরে পঁচা দুর গন্ধযুক্ত পানি ঢুকে পড়েছে ফলে হাঁটা চলাচলের রাস্তাও অকেজু হয়ে পড়েছে।
শ্রমিক, সাধারন মানুষ, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবকয়টি রাস্তা চলাচলের অনুপযোগী হয়েছে গেছে। এদিকে এই নোংরা ময়লাযুক্ত পানির প্রভাবে এলাকায় অনেকেই বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হযে চিকিৎসা নিচ্ছেন।
গতরাতে প্রবল বৃষ্টিতে ঐ পঁচা পানি ছড়িয়ে পড়েছে সাড়া এলাকা জুড়ে, ফলে জলাবদ্ধতা দূর করার দাবিতে শত শত এলাকাবাসী নারী ও পুরুষরা ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় এ অবরোধ করে রাখে।
এসময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়েছে দুর্ভোগে পড়েছে যাত্রী ও পথচারীরা। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে এ যানজোটে দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ মানুষ । ঘটনাস্থলে পুলিশ থাকলেও অবরোধকারীদের সরিয়ে দিতে হিমসিম খাচ্ছেন।
পরে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা মেরামত ও নির্মাণের আশ্বাসে মহাসড়ক অবরোধ থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী সরে আসতে শুরু করেছেন এবং অতি দ্রুত এ সমস্যা সমাধান না হলে স্থানীয় বাসী আরো বড় ধরনের কর্মসুচী গ্রহণ করবেন বলে জানান।
প্রায় ২ ঘন্টার পর সকাল ১১ টায় সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে আন্দোলনকারীরা জানান, সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা অল্প বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া বৃষ্টির পানি বাড়িতে প্রবেশ করেও পানিবন্দি হয়ে পড়েছে রাজফুলবাড়ি এলাকা বাসিন্দারা। এসময় জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, গতকাল রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় রাজফুলবাড়ি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে হয়েছে। জলবদ্ধতা থেকে মুক্তি পেতে এলাকার স্থানীয় বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলো। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ১১ টার সময় এলাকাবাসী অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।