মাস্তানতুয়োনোকে ‘মেরে ফেলতে’ চেয়েছিলেন মেসি

চিলির বিপক্ষে গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। সেই ম্যাচে লিওনেল মেসির সঙ্গে মাত্র ছয় মিনিট খেলেন তিনি। এতেই আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় (১৭ বছর ৯ মাস ২২ দিন) হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ড গড়েন।
তখন মাস্তানতুয়োনো ছিলেন রিভারপ্লেটের ফুটবলার, এখন রিয়াল মাদ্রিদের। তরুণ এই মিডফিল্ডার আজ আর্জেন্টিনার জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই খেলেছেন, যেটি দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে মেসির শেষ ম্যাচ হয়ে থাকল।