“খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে সাভারে উদ্বোধন করা হয়েছে চেয়ারম্যান গোল্ডকাপ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট।
মঙ্গলবার ১০ নভেম্বর সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকায় ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ নাইট ফুটবল টুর্নামেন্টের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এসময় উদ্বোধনী দিনে খেলায় চারটি দল অংশ গ্রহণ করেন। খেলায় এসময় জাতীয় দলের সাবেক খেলোয়ার আরাফাতসানীসহ আরো অনেকে অংশ গ্রহণ করেন। মাসব্যাপী এ ফুটবল খেলায় ৩২ টি দল অংশ গ্রহণ করবেন।
খেলায় এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর, সাভার মডেল থানার অফিসার ইনচার্য এ.এফ.এম সায়েদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।