বায়তুল মোকাররম মসজিদে হামলা ভাংচুর ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রোববার (২৮ মার্চ) সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ-এ তাঁদের এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শনিবার (২৭ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়তুল মোকাররম মসজিদে সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সন্ত্রাসীদের হামলা ভাংচুর ও নাশকতার প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আগামীকাল সকাল ১১ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এ অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকা জেলা উত্তর, দক্ষিণ, গাজীপুর মহানগর, জেলা ও মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচী সফল করার নির্দেশ প্রদান করেছেন