Home / বিনোদন / পূঁজা নিয়ে মাতামাতি বিতর্কে “মীরাক্কেল” এর মীর

পূঁজা নিয়ে মাতামাতি বিতর্কে “মীরাক্কেল” এর মীর

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল-এর উপস্থাপক মীর আফসার আলী। অভিনয়ের জন্যও সুখ্যাতি রয়েছে তার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ স্বক্রিয় মীর। বুধবার মীর তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। পাঞ্জাবির সঙ্গে কোট পরা সেই ছবিটি নিমিষেই ভাইরাল হয়ে যায়। এরই মধ্যে অনেক নেটিজেন তার প্রশংসা করেন।

সবকিছু ঠিকই ছিল, তবে ছবিটির ক্যাপশন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তিনি ক্যাপশনে লিখেছেন, “ধীরে ধীরে পুজার মুডে ঢুকছে দেখো কে”। আর এ বিষয় নিয়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন। মুসলিম হয়ে পূজা নিয়ে মাতামাতির জন্য তার এত সমালোচনা। তবে কেউ কেউ মীরকে সমর্থন জানিয়েও মন্তব্য করছেন।

বিষয়টি নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ঠিক তখনই সাম্যের কবিতা পোস্ট করেছেন মীর। সঙ্গে পাঞ্জাবি-টুপি পরা ও হাতে জিলাপির ছবিও পোস্ট করেন এই শিল্পী।

উল্লেখ্য, মীর ছাড়াও অভিনেত্রী নুসরাত জাহানও অনেকবারই এমন রোষানলে পড়েছেন। বিশেষ করে সংসদে শাখা, সিঁদুর পরে শপথ নেয়ার পর থেকে এই বিতর্ক পিছু ছাড়ছে না নুসরাতের।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

%d bloggers like this: