Home / বিনোদন / হুমায়ূন আহমেদের বাড়িতে আগুন, ছাদে আটকা শাওনসহ কয়েকজন

হুমায়ূন আহমেদের বাড়িতে আগুন, ছাদে আটকা শাওনসহ কয়েকজন

বাংলাদেশে কোরোনা

মোট

৪৭,১৫৩

জন
নতুন

২৫৪৫

জন
মৃত

৬৫০

জন
সুস্থ

৯,৭৮১

জন

গণরায় নিউজ ডেস্কঃ

রোববার (৩ এপ্রিল) সকালে প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের বাড়ি ‘দখিন হাওয়া’য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কিছুক্ষণ পরেড়ই নিয়ন্ত্রনে চলে আসে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনাটি হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেতা ও শিল্পী মেহের আফরোজ শাওন ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে জানান। সেখানে তিনি লেখেন, ‘দখিন হাওয়ায় আগুন! আমরা কয়েকজন ছাদে আটকা পড়ে আছি। Pray for us… please’

আগুন লাগার স্ট্যাটাসের ১৫ মিনিট পরই শাওন আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেন, ‘আগুন নেভানো গেছে। আলহামদুলিল্লাহ। কালো ধোঁয়ায় ভবনের সিঁড়ির এবং বাসাগুলো পরিপূর্ণ, তাই ছাদেই আছি।’

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান জানান, দখিন হাওয়ায় আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণ এসেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আপনার মতামত লিখুন

আপনার ‘ই-মেইল’ ঠিকানা প্রকাশ করা হবে না, কিন্তু স্টার চিহিৃত ঘরগুলো পূরণ করতেই হবেতেই হবে *

*