Home / খেলা / গোল্ডের শু জয়ের দৌঁড়ে এগিয়ে মেসি

গোল্ডের শু জয়ের দৌঁড়ে এগিয়ে মেসি

অনলাইন নিউজ ডেস্ক

শনিবার এস্পানিওলের বিপক্ষে জোড়া গোল করেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষেও একটি গোলের দেখা পেয়েছেন। এই গোলের সুবাদে চলতি লা লিগায় তার মোট ৩২। এতে গোল্ডেন শু জয়ের ক্ষেত্রে তার পয়েন্ট হয়েছে ৬৪, যা এই পুরস্কার জয়ের দৌঁড়ে তার পেছনে থাকা পিএসজি তারকা কিলিয়ান এমবাপের চেয়ে ১০ পয়েন্ট বেশি!

গোলের ক্ষেত্রেও এমবাপের চেয়ে ৫টি বেশি করেছেন মেসি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে এমবাপের গোলসংখ্যা ২৭। অবশ্য লা লিগায় এখনো ৮ ম্যাচ বাকি রয়েছে বার্সার। মৌসুম শেষে মেসির গোলসংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার বিষয়।
চলুন দেখে নেওয়া যাক ইউরোপিয়ান সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শু জয়ের দৌঁড়ে কে কে আছেন।

১. লিওনেল মেসি ৩২ গোল ৬৪ পয়েন্ট
২. কিলিয়ান এমবাপ্পে ২৭ গোল ৫৪ পয়েন্ট
৩. কোয়াগলিয়েরা ২১ গোল ৪২ পয়েন্ট
৪. পিয়াটেক ২০ গোল ৪০ পয়েন্ট
৫. রবার্ট লেভানডফস্কি ১৯ গোল ৩৮ পয়েন্ট
৬. জাপাতা ১৯ গোল ৩৮ পয়েন্ট
৭. সার্জিও আগুয়েরো ১৯ গোল ৩৮ পয়েন্ট
৮. ক্রিস্টিয়ানো রোনালদো ১৯ গোল ৩৮ পয়েন্ট
৯. লুইস সুয়ারেজ ১৯ গোল ৩৮ পয়েন্ট
১০. পেপে ১৮ গোল ৩৬ পয়েন্ট

Avatar

Author: Mutasim Billa

Sub-Editor www.gonoray24.com phone:- 01752907246


আপনার মতামত লিখুন

আপনার ‘ই-মেইল’ ঠিকানা প্রকাশ করা হবে না, কিন্তু স্টার চিহিৃত ঘরগুলো পূরণ করতেই হবেতেই হবে *

*