Home / দেশের খবর / বাস-মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

বাস-মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

অনলাইন নিউজ ডেস্ক

বরিশাল নগরীর গড়িয়ারপাড় এলাকায় বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও পাঁচজন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন- মাহেন্দ্র চালক সোহেল, যাত্রী শিলা, মানিক ও খোকন। নিহত অপর দুইজনের নাম পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

নগরীর বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল দুর্ঘটনায় হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালে দুর্জয় পরিবহনের একটি বাস বানারীপাড়া থেকে বরিশাল আসছিল। পথে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় বানারীপাড়াগামী একটি মাহেন্দ্রের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।আপনার মতামত লিখুন

আপনার ‘ই-মেইল’ ঠিকানা প্রকাশ করা হবে না, কিন্তু স্টার চিহিৃত ঘরগুলো পূরণ করতেই হবেতেই হবে *

*